বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জোট নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছাত্র নেতা মেহেদি হাসান তমাল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান তারেক, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সবুজ সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মনোয়ার হোসেন মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, হামলা করে কোনোভাবেই আন্দোলন বন্ধ করা যাবে না। অতিরিক্ত ফি আদায় বন্ধ না করা পর্যন্ত সেখানকার নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন চালিয়ে যাবে। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার এবং অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি জানান।
পত্রিকায়ঃ ptbnews,
|
বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২
কুড়িগ্রামে হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র জোটের বিক্ষোভ
লেবেলসমূহ:
আন্দোলন,
সংগঠন সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন