কুড়িগ্রামে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার
প্রতিবাদে গত (২৫/০৭/২০১২) বুধবার কমিউনিস্ট পার্টি ও বাসদ যৌথভাবে বিক্ষোভ মিছিল,
জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও ও সঞ্চারকলিপি পেশ করেছে।
কুড়িগ্রাম সরকারি কলেজে সম্মান চূড়ান্ত পর্বের পরীক্ষার ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট অবস্থান ধর্মঘট পালন করে আসছিল। শান্তিপূর্ণ এ আন্দোলনে সোমবার ও মঙ্গলবার দুই দফা ছাত্রলীগের ক্যাডাররা হামলা চালায়। এই হামলায় ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের ১২ নেতা-কর্মী আহত হন। এরই প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মাহাবুবুর রহমান, আক্তারুল ইসলাম, বাসদের নেতা মোনাব্বর হোসেন, ফুলবর রহমান প্রমুখ। পরে কুড়িগ্রাম সরকারি কলেজের বর্ধিত ফি প্রত্যাহার ও প্রগতিশীল ছাত্রজোটের কর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগের কর্মীদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি সঞ্চারকলিপি দেওয়া হয়।
পত্রিকায়ঃ প্রথম আলো,
কুড়িগ্রাম সরকারি কলেজে সম্মান চূড়ান্ত পর্বের পরীক্ষার ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট অবস্থান ধর্মঘট পালন করে আসছিল। শান্তিপূর্ণ এ আন্দোলনে সোমবার ও মঙ্গলবার দুই দফা ছাত্রলীগের ক্যাডাররা হামলা চালায়। এই হামলায় ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের ১২ নেতা-কর্মী আহত হন। এরই প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মাহাবুবুর রহমান, আক্তারুল ইসলাম, বাসদের নেতা মোনাব্বর হোসেন, ফুলবর রহমান প্রমুখ। পরে কুড়িগ্রাম সরকারি কলেজের বর্ধিত ফি প্রত্যাহার ও প্রগতিশীল ছাত্রজোটের কর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগের কর্মীদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি সঞ্চারকলিপি দেওয়া হয়।
পত্রিকায়ঃ প্রথম আলো,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন