মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

হরতাল-অবরোধের নামে বৃক্ষ নিধনের মাধ্যমে পরিবেশ বিপর্যয় রোধে কঠোর আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের দাবিতে পরিবেশ বীক্ষণের মানববন্ধন


হরতাল-অবরোধের নামে নির্বচারে বৃক্ষ নিধনের মাধ্যমে পরিবেশ বিপর্যয় রোধে কঠোর আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের দাবিতে আজ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করেছে পরিবেশ বীক্ষণ।

জহির রায়হান জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাম্য রাইয়ান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমান, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল হক মিলু, কুড়িগ্রাম জেলা উদীচীর সভাপতি সাবেক ছাত্রনেতা অধ্যাপক তপন রুদ্র প্রমূখ।

বক্তারা বলেন, আমরা দেখি গত একবছর যাবত অবরোধ এবং হরতালের নামে নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১৫-২০ হাজার বৃক্ষ নিধন হয়েছে, যার ক্ষতিপুরণ হতে প্রায় ২০-২৫ বছর সময় লাগবে। এমনিতেই প্রতিনিয়ত বনাঞ্চল ধ্বংস হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারনে। পরিবেশ বিনষ্ট হচ্ছে মারাত্মকভাবে। অন্যদিকে মনুষ্যসৃষ্ট দুর্যোগের মাধ্যমেও পরিবেশ ব্যাপক হরে বিনষ্ট হচ্ছে। বাংলাদেশে লোভের কারনে একদিকে বছরের পর বছর অবৈধভাবে বৃক্ষ নিধন হচ্ছে, তার উপর বর্তমানে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে যুক্ত হয়েছে জামাত-শিবিরের হরতাল-অবরোধে আন্দোলনের নামে নির্বিচারে বৃক্ষ নিধন।

বক্তারা নির্বিচারে এই গাছ কাটার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং বাস্তবায়নের দাবি তুলে ধরেন।


সংবাদটি যেসব পত্রিকায় প্রকাশিত হয়েছে: কুড়িগ্রাম লাইভ, দ্বন্দ্ব, timenews24 

বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩

চ.বিতে প্রগতিশীল ছাত্রজোটের বর্ধিত ফি বিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দেয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর দফায় দফায় পুলিশি হামলা চালানো হয়। হামলায় ২৫ জন আহত হয় এবং ১২ জনকে গ্রেফতার করা হয়। এ হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ ১১.০৯.২০১৩ খ্রি. তারিখে বিকাল ৪:৩০ মিনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শাপলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্রজোটের অন্যতম নেতা সাম্য রাইয়ান, গৌতম কুমার, আতিকুর রহমান, মৌসুমী রহমান প্রমূখ। সমাবেশে নেতারা দ্রুত বর্ধিত ফি প্রত্যাহার করে দাবি মেনে নেয়ার আহ্বান জানান এবং শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণ প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


বার্তাপ্রেরক
সাইদুর রহমান সাগর

সংবাদটি প্রকাশিত হয়েছে মাধ্যমে, Rnews24

জেলা সংসদের বৈঠক অনুষ্ঠিত

গত ০৪.০৯.২০১৩ খ্রি. তারিখ অনুষ্ঠিত কর্মীসভার সিদ্ধান্ত অনুযায়ী আজ ১১.০৯.২০১৩ খ্রি. তারিখ সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবসের ৫১তম বার্ষিকীর কর্মসূচি:
● বিকেল ৪টায় কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে আলোচনা সভা
● শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
● কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন
● বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের মুখপত্র 'মঞ্চ'র শিক্ষা দিবস সংখ্যা প্রকাশ

কর্মীসভা অনুষ্ঠিত

গত ০৪.০৯.২০১৩ খ্রি. তারিখে সকাল ১১:৩০ মিনিটে কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুস সালাম সংসদ। কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাম্য রাইয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় ১৬তম জেলা সম্মেলন, অনুষ্ঠিতব্য লংমার্চ, শিক্ষাদিবসসহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আগের দিন রংপুরে বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সাম্য রাইয়ান উপস্তিত ছিলেন।

জেলা সংসদের কর্মীসভায় গৃহীত সিদ্ধান্ত:
● ১৬তম জেলা সম্মেলন আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
● জেলা সংসদের আগামী বৈঠক ১১.০৯.২০১৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

আন্দোলনের মুখে অনুত্তীর্ণ ছাত্রদের উত্তীর্ণ করার ঘোষণা দিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের সম্মান প্রথম বর্ষের অনুত্তীর্ণ ছাত্রদের ২য় বর্ষে উত্তীর্ণ করা হয়েছে।

২২ জুলাই '১৩ তারিখ সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, সম্মান প্রথম বর্ষ পরীক্ষায় প্রকাশিত ফলাফলে অসংখ্য ছাত্র ২য় বর্ষে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়।

অনুত্তীর্ণ এইসব ছাত্রদের ভবিষ্যৎ ও তাদের অভিভাবকদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অকৃতকার্যদের মধ্যে যারা সর্বোচ্চ ৫টি বিষয়ে শতকরা ৪০ নম্বরের নিচে (গ্রেড) পেয়েছে তাদের বিশেষ বিবেচনায় ২য় বর্ষে উত্তীর্ণ করার ঘোষণা দিয়েছে। তবে পরীক্ষার নিয়ম অনুযায়ী এসব ছাত্রকে পরবর্তী সময়ে ওই বিষয়গুলোতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।

এই সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন
এ বিষয়ে ছাত্র ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা সংসদের বিবৃতিটি পড়তে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন না করেই সৃজনশীল পদ্ধতি চালু করার কারণেই অনার্স ১ম বর্ষের ফল বিপর্যয়

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি মোকলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক সাম্য রাইয়ান আজ এক যুক্ত বিবৃতিতে বলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রায় ১৮০০ ছাত্র অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হয় মাত্র ৭৫৮ জন। কুড়িগ্রাম সরকারি কলেজে ১৪ টি বিভাগের মধ্যে ব্যবস্থাপনা বিভাগে ২৮২ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয় মাত্র ৩০ জন, হিসাব বিজ্ঞান বিভাগের ২৯৯ জনের মধ্যে উত্তীর্ণ হয় মাত্র ৪৫ জন, গণিত বিভাগে ৬৬ জনের মধ্যে উত্তীর্ণ হয় মাত্র ০৯ জন। প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন না করেই সৃজনশীল পদ্ধতি চালু করার কারণেই এই ফল বিপর্যয়।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা সৃজনশীল শিক্ষাপদ্ধতির বিপক্ষে নই। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সেশন জট, শিক্ষক-ক্লাসরুমসহ বহুবিধ সঙ্কটকে বহাল রেখে এই পদ্ধতি শিক্ষাক্ষেত্রে কোনো মঙ্গল বয়ে আনবে না।

বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক এই পদ্ধতি কার্যকরের আগে প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করার বিষয়ে তারা অভিমত ব্যক্ত করেন। এবং ফল বিপর্যয়ের শিকার যেসব ছাত্র, তাদের পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে দ্রুত ফল প্রকাশের দাবিও জানান নেতৃবৃন্দ।


সংবাদটি প্রকাশ করেছে: মাধ্যম, কুড়িগ্রাম নিউজ, দ্বন্দ্ব   

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

গণধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নে গত মঙ্গলবার সকাল ১০:০০ টায় দশম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সমানে সকাল ১১টায় প্রগতিশীল ছাত্রজোটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্র জোট কুড়িগ্রাম জেলার নেতা মৌসুমী রহমান বুবলী, মোকলেছুর রহমান, আতিকুর রহমান আতিক, সাম্য রাইয়ান ও ধর্ষিতার বাবা। ছাত্রজোট নেতা গৌতম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আসামীদের গ্রেফতারের আগে প্রশাসন কীভাবে জামিনে মুক্তি দেয়। ধর্ষক আল-আমিন, মোত্তালেব, ফারুক এবং ইউপি চেয়ারম্যান গাজিউর রহমান মন্ডলকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।