মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

আন্দোলনের মুখে অনুত্তীর্ণ ছাত্রদের উত্তীর্ণ করার ঘোষণা দিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের সম্মান প্রথম বর্ষের অনুত্তীর্ণ ছাত্রদের ২য় বর্ষে উত্তীর্ণ করা হয়েছে।

২২ জুলাই '১৩ তারিখ সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, সম্মান প্রথম বর্ষ পরীক্ষায় প্রকাশিত ফলাফলে অসংখ্য ছাত্র ২য় বর্ষে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়।

অনুত্তীর্ণ এইসব ছাত্রদের ভবিষ্যৎ ও তাদের অভিভাবকদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অকৃতকার্যদের মধ্যে যারা সর্বোচ্চ ৫টি বিষয়ে শতকরা ৪০ নম্বরের নিচে (গ্রেড) পেয়েছে তাদের বিশেষ বিবেচনায় ২য় বর্ষে উত্তীর্ণ করার ঘোষণা দিয়েছে। তবে পরীক্ষার নিয়ম অনুযায়ী এসব ছাত্রকে পরবর্তী সময়ে ওই বিষয়গুলোতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।

এই সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন
এ বিষয়ে ছাত্র ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা সংসদের বিবৃতিটি পড়তে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন