বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩

চ.বিতে প্রগতিশীল ছাত্রজোটের বর্ধিত ফি বিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দেয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর দফায় দফায় পুলিশি হামলা চালানো হয়। হামলায় ২৫ জন আহত হয় এবং ১২ জনকে গ্রেফতার করা হয়। এ হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ ১১.০৯.২০১৩ খ্রি. তারিখে বিকাল ৪:৩০ মিনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শাপলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্রজোটের অন্যতম নেতা সাম্য রাইয়ান, গৌতম কুমার, আতিকুর রহমান, মৌসুমী রহমান প্রমূখ। সমাবেশে নেতারা দ্রুত বর্ধিত ফি প্রত্যাহার করে দাবি মেনে নেয়ার আহ্বান জানান এবং শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণ প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


বার্তাপ্রেরক
সাইদুর রহমান সাগর

সংবাদটি প্রকাশিত হয়েছে মাধ্যমে, Rnews24

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন