শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

আগামী ১৪ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সরকারি কলেজে 'ছাত্র জমায়েত'

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সরকারি কলেজে 'ছাত্র জমায়েত' আহ্বান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।

কুড়িগ্রাম সরকারি কলেজের একুশে মঞ্চে সকাল ১১ টায় উক্ত ছাত্র জমায়েতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বৈরাচার প্রতিরোধ আন্দোলনের নেতা কমরেড নূর মোহাম্মদ আনসার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা সুদেব রায় এবং কুড়িগ্রাম জেলা সংসদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমান।

সভাপতিত্ব করবেন কুড়িগ্রাম সরকারী কলেজ শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়। সভা পরিচালনা করবেন সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক।

নেতৃবৃন্দ উক্ত সমাবেশে সকল ছাত্রকে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এ উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের মুখপত্র 'মঞ্চ'র বিশেষ বুলেটিন প্রকাশিত হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন