রবিবার, ২৪ জুন, ২০১২

প্রা ক ক থ ন

গৌরব ও ঐতিহ্যের বয়স ৬০ বছর হয়ে গেল। আমার-আপনার-আমাদের সবার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের । মহোৎসবে উদ্যাপিত হল ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সারা দেশে তথা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন সহযোদ্ধাদের প্রাণে নতুন করে শিক্ষা-সংস্কৃতি-মানবতার অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার তারুণ্যে ঢেউ লেগেছে সাথে সাথে বর্তমান যোদ্ধারা পেয়েছে বায়ান্ন, বাষট্টি, ঊনসত্তর, একাত্তর, তেরাশি, নব্বই, দুই হাজার সাত খ্রিষ্টাব্দের আন্দোলন সংগ্রাম অধিকার আদায়ের চরম অভিজ্ঞতা ও খুঁজে পেয়েছে উদ্দীপনার আধার। এবং ছুঁয়েছে সমস্ত দেশবাসীর ও সমস্ত শিক্ষার্থীর বিশ্বাস আশা, আকাঙ্খা ও ভরসার সীমান্ত। 

জনতার এই বিশ্বাস-আস্থা, ছাত্র ইউনিয়নের ৬ দশকের সঞ্চিত শক্তি, গৌরবোজ্জল ইতিহাস রক্ষার মহান ব্রতে ছাত্র ইউনিয়নের প্রতিটি যোদ্ধার দেহের শেষ রক্ত বিন্দুটিও উৎসর্গিত।

আমাদের এখনই করণীয় একই ধারার বিজ্ঞান ভিত্তিক গণমুখী শিক্ষাব্যবস্থার প্রবর্তনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, শিক্ষার বাণিজ্যিকীকরণ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অগণতান্ত্রিক পরিবেশ সহ শিক্ষার তাবৎ সংকট নিরসনে ঐক্যবদ্ধ হওয়া।

ইউনেস্কো জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দের কথা প্রস্তাব করলেও বাংলাদেশে ২০১০-২০১১ অর্থ বছরে জাতীয় বাজেটের ১২.০৩% শিক্ষাখাতে বরাদ্দ ছিল যা শিক্ষাকে বাণিজ্যিকীকরণের একটি চক্রান্ত।

তাই আসছে ২০১২-২০১৩ অর্থ বছরে জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দের জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দৃঢ় কন্ঠে আরও দাবি জানাচ্ছে শিক্ষার ব্যয়ভার রাষ্ট্রকেই নিতে হবে। 




                       
 প্রিন্টার্স লাইন
                                                                                                        

মঞ্চ ২০
ছাত্র অধিকার আদায়ের মুখপত্র

প্রকাশকাল:             আষাঢ় ১৪১৯ বঙ্গাব্দ, জুন ২০১২ খ্রিস্টাব্দ।

সম্পাদক:                মোকলেছুর রহমান

সম্পাদনা পর্ষদ:       নিরঞ্জন চন্দ্র রায়, জহির রায়হান জুয়েল, নয়ন সরখেল, 
                            রাব্বি এলাহি, শফিউল ইসলাম বিপ্লব, শামিম সৈকত

প্রচ্ছদ:                    রাশেদুন্নবী সবুজ

প্রকাশক:               সাম্য রাইয়ান, সাধারন সম্পাদক, কুড়িগ্রাম জেলা সংসদ

মুদ্রণ ও সার্বিক তত্বাবধানে:     বাঙময় প্রকাশনা । ০১১৯০২৯৫৬২১

যোগাযোগ:           নান্দনিক, জেলা পরিষদ সুপার মার্কেট, কুড়িগ্রাম

মুঠোফোন:           ০১৯১১৮০৭৮৬৯, ০১১৯০২৯৫৬২১, ০১৭৩৮১৭৪৫৬২

প্রাপ্তিস্থান:             সারা দেশের ছাত্র ইউনিয়ন কার্যালয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন