জহির রায়হান জুয়েল
...রক্তে লাল / আসে না /
স্রোতে নাও / ভাসে না /
বিপ্লবে ভয় / কাটে না।
শিক্ষা সনদপত্রে / বাজারদরে / মান বাড়ে না /
সততা নিলাম-ঘরে / কেনে-বেঁচে / জাত থাকে না /
কৃষক অর্ধাহারে / সোনা ফলে / রোদে পুড়ে /
কর্তা ভূরি-ভোজে / ফুর্তি করে /
আপন সংস্কৃতি / মন / ভরে না।
নিজের আলোয় / চক্ষু / রঙ /
চিনে না / প্রভু বিনে / শেকড়ের
সুর / উঠে না /
কর্ণে আর / বাজ / পড়ে না /
‘ওকি গাড়িয়াল ভাই
হাঁকাও গাড়ি তুই
চিলমারি বন্দরে..’
...রক্তে লাল / আসে না /
স্রোতে নাও / ভাসে না /
বিপ্লবে ভয় / কাটে না।
শিক্ষা সনদপত্রে / বাজারদরে / মান বাড়ে না /
সততা নিলাম-ঘরে / কেনে-বেঁচে / জাত থাকে না /
কৃষক অর্ধাহারে / সোনা ফলে / রোদে পুড়ে /
কর্তা ভূরি-ভোজে / ফুর্তি করে /
আপন সংস্কৃতি / মন / ভরে না।
নিজের আলোয় / চক্ষু / রঙ /
চিনে না / প্রভু বিনে / শেকড়ের
সুর / উঠে না /
কর্ণে আর / বাজ / পড়ে না /
‘ওকি গাড়িয়াল ভাই
হাঁকাও গাড়ি তুই
চিলমারি বন্দরে..’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন