বুধবার, ২৭ জুন, ২০১২

আন্দোলন সফল হওয়ায় অভিনন্দন


    ● ছাত্র ইউনিয়নের নীল পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে  
       অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হোন।
    ● ছাত্র ইউনিয়নই পারে ছাত্র অধিকার আদায় করতে
 


গত ২০ জুন ২০১২ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা অনার্স তৃতীয় বর্ষের ফরম ফিলাপের ফিস কমানোর দাবিতে যে আন্দোলন করছিল, তা আংশিক সফল হয়েছে। নিয়মিত ছাত্রদের জন্য ৩৪০ টাকা কমানো হয়েছে।

ছাত্রদের প্রতি আমরা বলতে চাই, মনে রাখবেন আমাদের দাবি আদায়ের একমাত্র পথ আন্দোলন। আর ছাত্র ইউনিয়ন সেই দাবি আদায়ের সংগঠন, আপোষের নয়। অধিকার কেউ কাউকে দেয় না, নিজেদেরই আদায় করে নিতে হয়। আর আমরা তা-ই নিয়েছি।

এ অবস্থায় আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সকলকে অভিনন্দন জানাই। সেইসাথে অভিনন্দন জানাই সাংবাদিকদের, যাদের অকৃত্তিম সহযোগিতায় সংবাদটি দেশবাসী জানতে পেরেছে।


  বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা
 ফোন: ০১৯১১৮০৭৮৬৯, ০১৭৩৮১৭৪৫৬২


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন