বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৩

কাদের মোল্লার শাস্তি যাবতজ্জীবন নয় হওয়া উচিত মৃত্যুদন্ড

গতকাল একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেন। তাঁর বিরুদ্ধে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, ছাত্র ও আইনজীবীসহ আরো অনেককে হত্যার মোট ৬টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তারপরও কেন তাকে ফাঁসির আদেশ দেওয়া হল না তা নিয়ে ছাত্র-সমাজ হতবাক। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন  কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি মোকলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক সাম্য রাইয়ান এক যৌথ বিবৃতিতে কুখ্যাত ঘাতক আব্দুল কাদের মোল্লা ওরফে কসাই কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর প্রদত্ত রায়ের প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, আব্দুল কাদের মোল্লা’র অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যে শাস্তি প্রদান করা হয়েছে তা বিচারপ্রার্থী বাংলাদেশের জনগণের কাছে কোনোভাবেই সন্তোষজনক শাস্তি নয়। তাই আকাঙ্ক্ষিত রায় অর্জনে রাষ্ট্রপক্ষকে উচ্চ আদালতে আইনি লড়াই চালানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

৬ ফেব্রুয়ারি ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন