মজিদা আদর্শ মহাবিদ্যালয়কে উন্নতমানের
প্রকৃত শিক্ষাকেন্দ্রে পরিণত করতে ৭ দফা দাবি সংগ্রামি বন্ধুগণ,
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে সংগ্রামি শুভেচ্ছা। বন্ধুরা, মজিদা আদর্শ মহাবিদ্যালয় জাতিয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রায় ৩ হাজার ছাত্রের একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের শিক্ষা কাঠামোতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজ যে নৈরাজ্যিক অবস্থা বিরাজ করছে, তা থেকে আমাদের মজিদা আদর্শ মহাবিদ্যালয়ও মুক্ত নয়। কলেজ ছাত্রদের জন্য নেই কোন পরিবহনব্যবস্থা, আবাসনব্যবস্থা, কলেজক্যান্টিন।
আমরা জানি, প্রকৃত শিক্ষার জন্য লাইব্রেরিতে অধিক সময় অধ্যয়ন অত্যন্ত জরুরি। অথচ এখানে লাইব্রেরির অবস্থা অত্যন্ত দুর্বল। মোট ছাত্রের তুলনায় লাইব্রেরিতে নেই তেমন কোন আয়োজন। অনুন্নত কাঠামো, পুরনো সংস্করনের অপর্যাপ্ত বই ছাত্রদের জ্ঞানচর্চাকে কোনভাবেই উৎসাহিত করছে না।
সংগ্রামি সাথী,
১৯৫২ সালে প্রথিতযশা বুদ্ধিজীবী মুনির চৌধুরী, জহির রায়হান, শহিদুল্লাহ কায়সার প্রমুখের উদ্যোগে গড়ে ওঠা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যে আজও ছাত্র অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রগামী ভূমিকা পালন করছে, তা আপনারা জানেন। এরই ধারাবাহিকতায় আমরা মজিদা আদর্শ মহাবিদ্যালয়ে ১ম সম্মেলনের ডাক দিয়েছি। আপনাদের সচেতন অংশগ্রহনই পারে ৭ দফা দাবি আদায়ের মধ্য দিয়ে মজিদা আদর্শ মহাবিদ্যালয়কে উন্নতমানের একটি প্রকৃত শিক্ষাকেন্দ্রে পরিণত করতে।
সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের দাবি ও প্রস্তাবনা:
১. কলেজে সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি, আরো ৫ টি বিষয়ে অনার্স কোর্স চালুসহ নামে-বেনামে অতিরিক্ত ফি আদায় বন্ধ কর।
২. আবাসন সংকট নিরসনে শীঘ্রই অন্তত ১টি হোস্টেল নির্মাণ কর।
৩. সেমিনার ও লাইব্রেরিতে আধুনিক সংস্করণের পর্যাপ্ত সংখ্যক বইয়ের ব্যবস্থা করতে হবে।
৪. অবিলম্বে কলেজ ক্যান্টিন চালুসহ কলেজ অভ্যন্তরে উন্নতমানের পর্যাপ্ত টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা কর।
৫. অবকাঠামোগত উন্নয়নসহ ক্লাসরুম সংখ্যা বৃদ্ধি কর। কলেজ অভ্যন্তরে অবস্থিত শহিদ মিনারটি প্রয়োজনীয় সংস্কার কর।
৬. কলেজ ম্যাগাজিন নিয়মিত প্রকাশসহ নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
৭. গণতান্ত্রিক চর্চার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর কর।
ছাত্র ইউনিয়নে যুক্ত হোন, ছাত্র অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হোন।
১ ম স ম্মে ল ন
উদ্বোধন: সকাল ১০.০০ মি. ● কাউন্সিল: দুপুর ১২.০০ মি.
স্থান: পাবলিক লাইব্রেরি, রিভার ভিউ মোড়, কুড়িগ্রাম
উদ্বোধক: ছাত্রনেতা মোকলেছুর রহমান
(সভাপতি, কুড়িগ্রাম জেলা সংসদ)
অতিথি: অধ্যাপক তপন কুমার রুদ্র
আলোচক: নূর মোহাম্মদ আনসার
(সাবেক সভাপতি, কুড়িগ্রাম জেলা সংসদ)
ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়
(সাংগঠনিক সম্পাদক, কুড়িগ্রাম জেলা সংসদ)
সভাপতিত্ব করবেন: ছাত্রনেতা সাম্য রাইয়ান
(আহ্বায়ক, মজিদা আদর্শ মহাবিদ্যালয় শাখা)
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
মজিদা আদর্শ মহাবিদ্যালয় শাখা
সার্বিক যোগাযোগ: ০১১৯০২৯৫৬২১, ০১৯১৮১১৯৪৬৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন