শনিবার, ১৬ জুন, ২০১২

শিক্ষা সঙ্কট নিরসনে সকল শিক্ষার্থী এক হও

বাঙলাদেশের শিক্ষাব্যবস্থা এখন ভয়াবহ সমস্যায় জর্জরিত। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রয়োজনের তুলনায় বাড়ছে না। যা আছে তাতে প্রচন্ডরকম শ্রেণিকক্ষ সঙ্কট, শিক্ষক সঙ্কট, বই সঙ্কট সহ চিকিৎসা, আবাসন, পরিবহন প্রভৃতি সঙ্কট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর এই সঙ্কটের সাথেই বুঝি পাল্লা দিয়ে বাড়ছে ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়’ এর সংখ্যা। জাতিয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমান ক্রমশঃ কমছে। আজকের বাস্তবতায়, শিক্ষা সম্প্রসারণ যখন অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তখন সাম্রাজ্যবাদী চক্রান্তের অংশ হিসেবে শিক্ষা সঙ্কুচিত করা হচ্ছে; শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণ অব্যাহত রয়েছে- বরং দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

প্রিয় বন্ধু,
এমন অবস্থায় তোমার-আমার হাতে হাত রেখে এগিয়ে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকার  কেউ কাউকে দেয় না, আমাদের মিলিত উদ্যোগই পারে শিক্ষার অধিকার আদায় করে নিতে, একই ধারার বৈষম্যহীন গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতির প্রণয়ন ঘটাতে। সেই লক্ষ্যেই ছাত্র ইউনিয়ন বিগত ৬০ বছর ধরে লড়াই-সংগ্রাম অব্যাহত রেখেছে।

সহযোদ্ধা বন্ধু,
শিক্ষা সঙ্কট নিরসনের লক্ষ্যে চলমান এই আন্দোলনের একজন গর্বিত সৈনিক হিসেবে আমরা তোমাকে পাশে চাই। লাখ লাখ শহিদের আতœদান, কোটি কোটি মানুষের যুগ যুগের লালিত স্বপ্ন বৃথা যেতে পারে না। তাই আসুন, মেরুদন্ড সোজা করে এক সাথে পা ফেলি। ছাত্র ইউনিয়নের নীল পতাকাতলে ঐক্যবদ্ধ হই, মানুষের জন্য লড়াই-সংগ্রামের শাণিত যোদ্ধা হই। জয় আমাদের হবেই।



বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
কুড়িগ্রাম জেলা সংসদ
ফোন: ০১৯১১৮০৭৮৬৯, ০১১৯০২৯৫৬২১, ০১৭৩৮১৭৪৫৬২

প্রচারকালঃ ১৮/০৫/২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন